লোহাগাড়ার চুনতিতে মানসিক ভারসাম্যহীন আনুমানিক ৩৫ বৎসর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৯ জুন) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিল। তাকে কিছুদিন ধরে এলাকার ঘোরাফেরা করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
চুনতি পুলিশ ফাঁড়ির এসআই জালাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে।সুরতহালে মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।