বাঁশখালী ইকোপার্কের লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের সীমান্তবর্তী গহীন পাহাড়ে গাছ কাটার সময় রোহিঙ্গাসহ ৭ বনদস্যুকে আটক করা হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন ইকোপার্কের বনকর্মীরা।
এ সময় কর্তনকৃত ১৫০টি গাছের মোথা, ৫০টি বল্লি, ৮০ ঘনফুট জ্বালানি কাঠ, ২টি করাত, ৪টি দা ও ৫০ ফুট মোটা রশি জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলো লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত কবির আহাম্মদের পুত্র মো. জাফর আলম (৪৯), মৃত মো. আলী হোসেনের পুত্র মো. নুরুল ইসলাম (৪২), মৃত মোহাম্মদ হোসেনের পুত্র মো. হেলাল (৩৫), মৃত মো. ইউনুচের পুত্র মো. নুর আলম (৪০), কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালি ১৮নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আবদুস সালামের পুত্র মো. আবদুল মোনাফ (২৮), একই ক্যাম্পের মৃত মো. আবদুল মুজিবের পুত্র মো. আবদুল হাই (৪০) ও মো. শফির পুত্র মো. আইয়াস (২৫)।
বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, ইকোপার্কের লোহাগাড়ার বড়হাতিয়া সীমান্তবর্তী গহীন পাহাড়ে ২৫-৩০ জনের একটি বনদস্যু দলের গাছ কাটার খবরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রোহিঙ্গাসহ ৭ বনদস্যুকে আটক করা গেলেও অভিযানের খবর টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা রুজু করা হয়। একইদিন তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।