মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা পদত্যাগ করেছেন।
গতকাল সোমবার (২১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নিজেদের ব্যক্তিগত ফেইসবুক আইডিতে পোস্ট করে পদত্যাগের এ ঘোষণা দেন। এতে তারা ব্যক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগ করার কথা উল্লেখ করেছেন।
তারা হলেন উপজেলা বড়হাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ইমন।
জানা যায়, গত ১৪ আগস্ট রাতে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে ও তার ওয়াজের প্রশংসা করে ফেইসবুকে পোস্ট দেন ওই দুই নেতা। তবে দু’জনই পরবর্তীতে তাদের ফেইসবুক আইডি থেকে সাঈদীকে নিয়ে দেয়া পোস্ট সরিয়ে নেন।
এর কয়েকদিন পরে আরেকটি পোস্টে কে বা কারা তার ফেইসবুক আইডি হ্যাক করে ওই পোস্ট দিয়েছে বলে দাবি করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জানান, তাদের কাছ থেকে ফেইসবুকে সাঈদীকে নিয়ে পোস্ট দেয়ার কারণ জানতে চাওয়া হয়। তারা পদত্যাগ না করলেও বহিষ্কার করা হতো। হয়তো সেটি জেনে তারা নিজেরাই পদত্যাগ করেছেন।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা পদত্যাগের ঘোষণা দিলেও লিখিত কোনো পদত্যাগপত্র পাননি বলে জানান তিনি।