লোহাগাড়ায় গাছে ঝুলছিল রোহিঙ্গা যুবকের মরদেহ

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ নভেম্বর, ২০২৩ at ১২:৪৯ অপরাহ্ণ

লোহাগাড়ার চরম্বায় বাড়ির পাশে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মো. জাবেদ (২৩) নামে এক রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে ইউনিয়নের বায়ার পাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জাবেদ ওই এলাকার মোহাম্মদ ছিদ্দিকের মেয়ের জামাই। গত দুই মাস আগে বিয়ে করে সেখানে ঘরজামাই হিসাবে বসবাস করত।

স্থানীয় ইউপি সদস্য শওকত ওসমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সকালে গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি ঝুলে থাকতে দেখে স্থানীয়রা আমাকে খবর দেয়। পরে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।”

তিনি আরো বলেন, “ওই যুবক রোহিঙ্গা বলে জানা গেছে। সে ওই এলাকায় বিয়ে করে ঘরজামাই হিসাবে বসবাস করত। তবে কী কারণে আত্মহত্যা করেছে সেটা নিশ্চিত বলা যাচ্ছে না।”

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বাসে আগুন ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা
পরবর্তী নিবন্ধসবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে সাংবাদিক পুত্র অংকুর