লোহাগাড়ার চুনতিতে কৃষক আবু জাহেদ হত্যাকাণ্ড মামলার আসামী ওমর ফারুক প্রকাশ ওমরের (৩২) বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক আবদুল্লাহ খান এ রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জজ কোর্টের বাদীপক্ষের আইনজীবী এডভোকেট মো. আয়াত উল্লাহ।
তিনি জানান, মামলা তদন্তকারী কর্মকর্তা আসামী ওমর ফারুকের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত যাচাই-বাছাই করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। গত ৪ জানুয়ারি কৃষক আবু জাহেদ হত্যা মামলার ৩নং আসামী ওমর ফারুক চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণপূর্বক জামিন আবেদন করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর পূর্বক কারাগারে প্রেরণ করে।
জানা যায়, গত ৩০ ডিসেম্বর রাতে বাড়ি ফেরার পথে সাতগড় ছড়ার ব্রিজ এলাকায় একদল সন্ত্রাসী কৃষক আবু জাহেদকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। পরদিন আহতের স্ত্রী উর্মি সোলতানা সাদিয়া সাদেকা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় মো. হারুন (৪২), মো. জাহেদ (২৮), ওমর ফারুক (৩২), মো. রায়হানকে (৩৩) এজাহারনামীয়সহ ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
গত ৩ জানুয়ারি সন্ধ্যায় আহত কৃষক আবু জাহেদ (৪০) নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি উপজেলার চুনতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাতগড় নয়া পাড়ার মৃত সাহাব মিয়ার পুত্র।
এদিকে, ঘটনার ১২ দিন অতিবাহিত হলেও হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা।
মামলার তদন্তকারী কর্মকর্তা চুনতি পুলিশ ফাঁড়ির এসআই ফারুক আহমদ জানান, আবু জাহেদ হত্যাকাণ্ড মামলার আসামী ওমর ফারুকের বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার অন্য আসামীদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে। শীঘ্রই তাদেরকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনা হবে।