লোহাগাড়ায় বন্যার পানির স্রোতে বৃদ্ধ নিখোঁজ

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ৭ আগস্ট, ২০২৩ at ১১:০৫ অপরাহ্ণ

লোহাগাড়ার আমিরাবাদে বন্যার পানির স্রোতে আসহাব মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।

আজ সোমবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চট্টলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার কালু মিয়ার পুত্র।

স্থানীয়রা জানান, তারা পিতা-পুত্র পদুয়া তেওয়ারিহাট বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পানির স্রোতে তারা তলিয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পর ঘটনাস্থলের অদূরে বৃদ্ধের ছেলেকে পাওয়া যায় কিন্তু রাতে সাড়ে ১০টায় এ সংবাদ লেখা পর্যন্তও বৃদ্ধকে পাওয়া যায়নি বলে জানা গেছে।

আমিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম ইউনুচ জানান, তিনিও বন্যার পানিতে অবরুদ্ধ তবে বন্যার পানিতে বৃদ্ধ নিখোঁজের ব্যাপারে তাকে কেউ অবগত করেননি।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার জাহাঙ্গীর আলম জানান, বন্যার পানিতে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার বিষয়টি অবগত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিকে একটি নৌকার ব্যবস্থা করে দিতে বলেছেন। উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য তারা প্রস্তুত হয়ে আছেন। নৌকা পাওয়ার পর পরই উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে জুয়া খেলায় বাধা দেয়ায় প্রবাসীকে ছুরিকাঘাতের অভিযোগ
পরবর্তী নিবন্ধবাঁশখালীর চাম্ব‌লে খা‌দ্যে বিষ‌ক্রিয়ায় অসুস্থ ৫