লোহাগাড়ায় রিকশাচালক হত্যাকাণ্ডে দুই আসামীর ৩ দিনের রিমান্ড

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ২৬ অক্টোবর, ২০২২ at ৬:১৪ অপরাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে রিকশাচালক মো. সাইমুন (১৮) হত্যাকাণ্ডের দুই আসামীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ বুধবার (২৬ অক্টোবর) চট্টগ্রাম বন আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিনের কাছে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

বাদীপক্ষের আইনজীবী মোক্তার উদ্দিন সাগর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৪ অক্টোবর রিকশাচালক সাইমুন হত্যাকাণ্ডের আসামি ফরমান উল্লাহ (৪৪) ও দিলুয়ারা বেগম (৩৮) আদালতে আত্মসমর্পণপূর্বক জামিন আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আজ বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমিন তাদেরকে আদালতে উপস্থিত করে ৫ দিনের রিমান্ড আবেদন করলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।

মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমিন জানান, রিকশাচালক সাইমুন হত্যাকাণ্ডের দুই আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঘটনার সাথে জড়িত আরেক আসামী ওমর ফারুককে (২২) গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, চলতি সনের ২২ জুলাই রাতে কয়েকজন দুর্বৃত্ত যাত্রী সেজে সাতকানিয়ার কেরানীহাট থেকে সাইমুনের অটোরিক্শায় উঠে।

প্রথমে তারা ঠাকুরদিঘী যাবে বলে ভাড়া করলেও পরে কয়েক দফায় কথা বলে কৌশলে সাইমুনকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় নিয়ে যায়। সেখানে রাস্তার পাশে ঝোপ-ঝাড়ের ভিতর নিয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে দুই হাত ও বাম পায়ের রগ কেটে দেয়। এছাড়া পেটের দুই পাশ কেটে নাড়ি-ভুড়ি বের এবং পিঠে ও গলায় ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে।

গত ২৭ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাইমুন সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফজুর পাড়ার রিক্শাচালক সিরাজুল ইসলামের পুত্র। এ ঘটনায় ২৬ জুলাই নিহতের পিতা বাদী হয়ে ৩ জনকে এজাহারনামীয় আসামী করে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে টাকা সহ ছিনতাইকারী ধরল পুলিশ
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিলে বাধা, আটক ১০