লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় মুজিবুর রহমান (৫২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে দরবেশহাট ডিসি সড়কের হালিশ্যার ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মুজিবুর রহমান সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মজিদার পাড়ার মৃত ছালেহ আহমদের পুত্র ও ৪ সন্তানের জনক। তিনি পেশায় রং মিস্ত্রি ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য আবদুস ছবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাজ শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন মুজিবুর রহমান। ঘটনাস্থলে বটতলী স্টেশনমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে পেছনে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকজনক অবস্থায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এছাড়া মুজিবুর রহমানকে ধাক্কা দেয়ার পর নিয়ন্ত্রণহারা মোটরসাইকেলটির একটি গাছের সাথে জোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা ৩ আরোহীও আহত হয়েছেন বলে জানা গেছে। দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটিও।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।












