লোহাগাড়ায় অস্ত্রের মুখে মোটরসাইকেল ছিনতাই

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ ডিসেম্বর, ২০২২ at ৯:৪৪ অপরাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে অস্ত্রের মুখে জিম্মি করে আবদুল্লাহ আল মারুফ নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

বুধবার (২১ ডিসেম্বর) রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আবদুল্লাহ আল মারুফ উপজেলার কলাউজান ইউনিয়নের বাংলাবাজার আছমত আলী পাড়ার আবুল হাশেমের পুত্র।

জানা যায়, গত মঙ্গলবার সকালে তারা ছয় বন্ধু ৩টি মোটরসাইকেলযোগে কক্সবাজার বেড়াতে যান। বুধবার রাত ৮টার দিকে তারা কক্সবাজার থেকে লোহাগাড়ার উদ্দেশে রওয়ানা দেন। চকরিয়ায় এসে সবাই একসাথে নাস্তা করেন। এরপর মারুফের মোটরসাইকেল দ্রুতগতিতে চালানোর কারণে অন্যদের থেকে আলাদা হয়ে যায়।

ঘটনাস্থলে পৌঁছলে দু’টি মোটরসাইকেল নিয়ে মুখে মাস্ক পরা ৬ জন ছিনতাইকারী মারুফের মোটরসাইকেলের গতিরোধ করে।

এ সময় ছিনতাইকারীরা বন্দুক, চাপাতি ও লোহার পাইপ নিয়ে চালকসহ দুই মোটরসাইকেল আরোহীকে জিম্মি করে সাড়ে তিন লাখ টাকা দামের একটি জিপিএক্স১৬৫ ছিনিয়ে নিয়ে কক্সবাজারের দিকে পালিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে লোহাগাড়া থানা পুলিশকে অবহিত করা হয়।

ছিনিয়ে নেয়া মোটরসাইকেলের জিপিএস ট্র্যাকারে শেষ লোকেশন দেখা গেছে চকরিয়ার পালাকাটা জঙ্গী মাজার পল্লী বিদ্যুৎ টাওয়ারের পাশে।

রাতেই চকরিয়া থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে তবে সেখানে মোটরসাইকেলটি পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা ওই স্থানে জিপিএস ট্যাকারটি খুলে ফেলে দিয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছিনিয়ে নেয়া মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়নি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, ছিনিয়ে নেয়া মোটরসাইকেলটি উদ্ধার করতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি। ভুক্তভোগী এজাহার দায়ের করলে মামলা রুজু করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে অভয়ারণ্যে ঘুরে বেড়াচ্ছে হা‌তির পাল
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বসতঘরে আগুন লেগে নিঃস্ব ৪ কৃষক পরিবার