লোহাগাড়ার কলাউজানে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেছে একটি মোটরসাইকেল। আজ সোমবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টায় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লক্ষণের খিল বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তের নাম মো. এমরান। তিনি একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব কলাউজান হরিণাবিল এলাকার বশির আহমদের পুত্র ও পেশায় একজন রাজমিস্ত্রি।
স্থানীয় ইউপি সদস্য আইয়ুব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার কিছুক্ষণ আগে ঘটনাস্থলে রাস্তায় মোটরসাইকেলটি রেখে অদূরে একটি বাড়ির নির্মাণ কাজ তদারকি করতে যান রাজমিস্ত্রি এমরান। এ সময় কে বা কারা মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়।
মুহূর্তের মধ্যে আগুন পুরো মোটরসাইকেলে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এগিয়ে এসে মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওই রাজমিস্ত্রির সাথে কারো শত্রুতা নেই বলে জানান তিনি।
তবে কে বা কারা মোটরসাইকেলে আগুন দিয়েছে এ নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন।
লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান।
এ ব্যাপারে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।