লোহাগাড়ায় ১২১টি চোরাই মোবাইল ফোন সেটসহ মোহাম্মদ ইদ্রিস(৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার(২৬ জুলাই) বিকেলে উপজেলা সদর বটতলী স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে চোরাই মোবাইল ফোন সেট পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার। গ্রেপ্তার ইদ্রিস উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আদর্শ পাড়ার নুরুল হাসানের পুত্র।
পুলিশ জানায়, কুমিল্লা থেকে প্রাইভেট কারযোগে চোরাই মোবাইল ফোন সেট (স্মার্টফোন) নিয়ে দুই ব্যক্তি লোহাগাড়ার দিকে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলা সদর বটতলী স্টেশনে অভিযান পরিচালনা করে। এ সময় প্রাইভেটকারের ভেতর থাকা ট্রাভেলিং ব্যাগ থেকে বিভিন্ন কোম্পানির চোরাইকৃত মোবাইল ফোন সেটগুলো জব্দ ও ইদ্রিসকে আটক করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে চুনতি এলাকার কামরুল হাসান নামে আরেক ব্যক্তি প্রাইভেটকার থেকে নেমে কৌশলে পালিয়ে যায়। তিনিসহ চোরাই মোবাইল ফোন সেট ব্যবসার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। আজ বুধবার(২৭ জুলাই) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।