লোহাগাড়ার চুনতিতে পৃথক ছয় স্পটে অভিযান চালিয়ে ২ লাখ ৫ হাজার ৩শ’ ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
জানা যায়, ইউনিয়নের জামতল এলাকা থেকে ৩২ হাজার ৬৪০ ঘনফুট, কিল্লাঘোনা বাজারের উত্তর পাশ থেকে ৪৮ হাজার ৩৩৬ ঘনফুট, ঘোড়ারচর ফারেঙ্গা খালের মুখ থেকে ৫১ হাজার ৪৯৪ ঘনফুট, পেক্কাছড়ি ব্রিজের পাশ থেকে ২৬ হাজার ৮২৬ ঘনফুট, সুয়ারগা ভিটা থেকে ৫ হাজার ৭শ ঘনফুট ও পানত্রিশা উত্তর পাড়া থেকে ৪০ হাজার ৩০৪ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে উত্তোলিত ২ লাখ ৫ হাজার ৩শ ঘনফুট বালু জব্দ ও ৩টি ডাম্পট্রাক আটক করা হয়েছে।
এছাড়া বালু উত্তোলন কাজে ব্যবহৃত পাইপ ও মেশিন নিষ্ক্রিয় করে দেয়া হয়েছে।
জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় অবৈধভাবে বাল উত্তোলনের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।