লোহাগাড়ায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:২৬ অপরাহ্ণ

লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়ার দুর্গম এলাকা ধইন্যা বিলের সাফুর খালের পাড় ভেঙে স্যালো মেশিন বসিয়ে ৫টি স্পট থেকে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালু। এ কারণে পরিবেশের মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। বালু পরিবহনের ফলে নষ্ট হয়ে গেছে চলাচলের রাস্তা। হুমকিতে রয়েছে বহু বসতঘর। বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহসও পাচ্ছেন না।

এদিকে, আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে দুই স্পটে অভিযান পরিচালনা করে ২০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয়রা জানান, সাফুর খালটি পার্বত্য জেলার বান্দরবানে উৎপত্তি হয়ে পদুয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। খালের দু’পাশে রয়েছে খাস ও হাঙ্গর বিটের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চলের জায়গা। এছাড়া খতিয়ানভুক্ত জায়গায় রয়েছে বসতঘর। ওই খালের ৫টি স্পটে একাধিক স্যালো মেশিন বসিয়ে পাড় ভেঙে দিনরাত সমানতালে বালু উত্তোলন করা হচ্ছে। প্রতিটি স্পট থেকে স্থায়ীভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানান স্থানীয়রা।

তথ্য অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে সাফুর খালের ৫টি স্পট থেকে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালু। প্রতিটি স্পটে রয়েছে আলাদা আলাদা সিন্ডিকেট। তারা এলাকার প্রভাবশালী। অনেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িত, রয়েছে একাধিক মামলাও। অন্যায়ের প্রতিবাদ করলে নাজেহাল কিংবা মারধর করার মতো ঘটনাও ঘটেছে।

বালু উত্তোলন কাজে জড়িত মোহাম্মদ হুবায়েরকে ফোন করা হলে তিনি পরে কথা বলবেন বলে লাইন কেটে দেন।

এছাড়া পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের গাড়ি প্রশাসনের কাছে ধরিয়ে দেয়ার কারণে আক্রোশের বশবর্তী হয়ে হয়তো তার নামে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানান তিনি।

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান জানান, ধইন্যা বিলের সাফুর খালের ২টি স্পটে অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত ৩টি স্তূপ থেকে ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

অন্যান্য স্পটেও অভিযান পরিচালনা করা হবে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় স্কুলছাত্রীকে উত্যক্ত করে ১ বছরের জন্য জেলে গেল রিকশাচালক
পরবর্তী নিবন্ধকাল স্টাডি ইন মালয়েশিয়া এক্সপো শুরু