লোহাগাড়ায় কৃষি জমির টপসয়েল কাটায় দেড় লাখ টাকা জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ৮ মে, ২০২৩ at ৮:৪৪ অপরাহ্ণ

লোহাগাড়ায় কৃষি জমির টপসয়েল কাটার ২ মামলায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৭ মে) রাতে উপজেলার আমিরাবাদ ও পদুয়া ইউনিয়নে পৃথক অভিযানগুলো পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।

অভিযানে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়ার মৃত হাসান সওদাগরের পুত্র মো. সেলিমকে এক লাখ টাকা ও পদুয়া ইউনিয়নের আমির হামজার পুত্র মো. আরিফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ জানান, আমিরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের আইয়ুব ফাউন্ডেশন টেকনিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় ও পদুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে কৃষি জমির টপসয়েল কাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অপরাধ স্বীকার করায় তাদেরকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে লোহাগাড়া থানার পুলিশ সদস্য, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বার উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
পরবর্তী নিবন্ধফটিকছড়ির শাহানগর কলেজের সভাপতি-শিক্ষকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা