লোহাগাড়ায় টিলা কাটায় ৫ লাখ টাকা জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১৪ এপ্রিল, ২০২৩ at ২:২১ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চরম্বায় অবৈধভাবে টিলা কাটায় জামাল উদ্দিন (৬০) নামে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে ইউনিয়নের ১নং ওয়ার্ডের আতিয়ার পাড়ায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।

অভিযুক্ত জামাল উদ্দিন একই এলাকার মৃত সোলতান আহমদের পুত্র। রাত পৌনে ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধভাবে টিলা কাটার সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনার সত্যতা পাওয়ায় টিলা কাটায় অভিযুক্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও জনকল্যাণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে লোহাগাড়া থানার পুলিশ সদস্যরা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে এবার পুড়ল ২০ গুদাম
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা