লোহাগাড়ার আধুনগরে অভিযান চালিয়ে ৩ দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে ইউনিয়নের খান হাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
অভিযানে সৈয়দ স্টোরের মালিক মো. নুরুল হককে ২ হাজার টাকা, শহিদ স্টোরের মালিক মো. শহিদকে ১ হাজার টাকা ও এস. কে স্টোরের মালিক সুমন পালকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আধুনগর খান হাট বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মূল্যতালিকা ছাড়া পণ্য বিক্রি, সেবার মূল্য যথাযথভাবে প্রদর্শন না করা, লেবেলিং না থাকাসহ বিভিন্ন অপরাধে ৩ দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রি নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে লোহাগাড়া থানার এসআই মামুনুর রশীদসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।