লোহাগাড়ায় নিবন্ধনহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ২৯ আগস্ট, ২০২২ at ৮:১৪ অপরাহ্ণ

লোহাগাড়ায় নিবন্ধনবিহীন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

আজ সোমবার (২৯ আগস্ট) সকালে উপজেলা সদর বটতলী স্টেশন ও চুনতি বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।

তিনি জানান, নিবন্ধন না থাকায় চুনতিতে সুকুমার নাথের মালিকানাধীন ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া উপজেলা সদরের লোহাগাড়া সিটি হাসপাতালের ল্যাব, এক্সরে কক্ষ, ওটি কক্ষ, কেবিন ও কক্ষগুলো পরিদর্শন করা হয়। হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে অনিবন্ধিত সকল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

অভিযানে সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. সুমন চৌধুরী ও স্বাস্থ্য সহকারী আবুল কালাম আজাদ।

পূর্ববর্তী নিবন্ধলিটারে ৫ টাকা কমছে জ্বালানি তেলের দাম
পরবর্তী নিবন্ধপেকুয়ায় হত্যার ঘটনায় ৮ জনকে অভিযুক্ত করে মামলা, আটক ২