লোহাগাড়ার চুনতিতে অভিযান চালিয়ে ৮৭ হাজার ঘনফুট বালু জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার(১০ আগস্ট) বিকেলে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফারেঙ্গা পোক্কা ছাড়ি ছড়া, ডলুর মুখ, কিল্লা খোলা, জামতল ও কিল্লা খোলা বাজারের উত্তর পাশে পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলনের খবরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮৭ হাজার ঘনফুট বালু জব্দ ও অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে স্থানীয় জনৈক মহিউদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বালু উত্তোলনের ৩টি মেশিন ও পাইপ নিস্ক্রিয় করে দেয়া হয়।
জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে লোহাগাড়া থানার এসআই রহমান, ইমরানসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।