নতুন ভূমি আইনের মামলায় লোহাগাড়ার বৃদ্ধ কারাগারে

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১৭ নভেম্বর, ২০২৩ at ১২:২৩ পূর্বাহ্ণ

নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে দায়ের করা মামলায় মো. আইয়ুব (৬২) নামে লোহাগাড়ার এক বৃদ্ধকে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি উপজেলার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান এলাকার মৃত আবদুল কুদ্দুছের পুত্র।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ বেগম নাজমুন নাহার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসাইন আজাদ জানান, গত ৫ নভেম্বর উপজেলার কলাউজান ইউনিয়নের বাসিন্দা ও স্কুল শিক্ষক মোহাম্মদ আনিছ ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (আমলী আদালত) মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কে দরখাস্ত এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা হিসেবে রুজু করার আদেশ দেন।

গত ৭ নভেম্বর লোহাগাড়া থানার ওসি মামলাটি গ্রহণ করেন।

আজ বৃহস্পতিবার মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামী মো. আইয়ুব আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এটি নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ এর অধীনে প্রথম মামলা।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা