লোহাগাড়ায় রেললাইনে ঘুরতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছে আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার ৪ আবাসিক ছাত্র।
আজ রবিবার (২০ আগস্ট) মাদ্রাসার হোস্টেল সুপার আরিফুল হক এনামী বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্তরা হলো ওই মাদ্রাসার দাখিল (দশম) শ্রেণির ছাত্র মুহাম্মদ মুরাদ, মুহাম্মদ আশফাক, মুহাম্মদ তানভির ও মুহাম্মদ আবরার। তারা সকলেই মাদ্রাসার আবাসিক ছাত্র।
মাদ্রাসা সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে তারা রেললাইনে ঘুরতে বের হন। হাঁটতে হাঁটতে তারা মাদ্রাসার এক কিলোমিটার পশ্চিমে ডামির পুকুর পাড় এলাকায় চলে যান। সেখানে একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। পরে মাদ্রাসায় ফেরার পথে আধুনগর উচ্চ বিদ্যালয়ের পশ্চিমে রেললাইন এলাকায় ৭/৮ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারীর দল তাদের গতিরোধ করে।
এ সময় তাদের কাছে থাকা মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। এছাড়া এক ছাত্রকে মারধর করে পিনকোড সংগ্রহ করে মোবাইল ব্যাংকিং থেকে ২ হাজার ৫শ’ টাকা আরেকটি একাউন্টে ট্রান্সফার করে নেয়। বিষয়টি মাদ্রাসায় এসে তারা হোস্টেল সুপারকে অবহিত করেন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, ওই স্থানে প্রায় সময় পথচারীরা ছিনতাইয়ের শিকার হন। স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন জানান, মাদ্রাসার ৪ আবাসিক ছাত্র ছিনতাইয়ের শিকার হওয়ার বিষয়টি তাকে অবগত করেছেন। তিনি বিষয়টি লোহাগাড়া থানার ওসিকে জানিয়েছেন।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই নাছিমা আক্তার জানান, মাদ্রাসা ছাত্র ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।