লোহাগাড়ায় স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় এম এ মোতালেব সিআইপি

| রবিবার , ২৭ আগস্ট, ২০২৩ at ৮:৪৪ অপরাহ্ণ

ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বঙ্গবন্ধু, শেখ ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, নবপরিণীতা পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, ভাগ্নে শেখ ফজলুল হক মনি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মনি, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য, বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল উদ্দিন আহমেদসহ অনেককে নৃশংসভাবে হত্যা করা হয়। বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।

বঙ্গবন্ধুর আদর্শ এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক দর্শনকে হৃদয়ে ধারণ করেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে নিবেদিত তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে বিগত সময়ের কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি। তাই চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। এজন্য সকলে নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আজ রবিবার (২৭ আগস্ট) লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সদর সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিদওয়ানুল হক সুজনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মেয়র মোহাম্মদ জোবায়ের।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, কেন্দ্রীয় যুব মহিলা লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য সুরাইয়া খানম লিলি, পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনর রশীদ, উপজেলা তাঁতী লীগ সভাপতি নাছির উদ্দীন, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ মাদ্রাসা বিষয়ক সম্পাদক হামিম হোসেন রবিন, সাতকানিয়া পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নবাব মিয়া রকিব, উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এরফানুর রহমান সুমন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো আলী, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদসহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমবঙ্গে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৭
পরবর্তী নিবন্ধষোলশহরে ভেঙে দেয়া হলো অবৈধ ৪০ ঘর