লোহাগাড়ায় বিয়ের আসর থেকে ১০ ভরি স্বর্ণালংকার চুরি

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৩ at ১১:০৭ অপরাহ্ণ

লোহাগাড়ার পদুয়ায় এক কমিউনিটি সেন্টারে বিয়ের আসর থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঠাকুরদিঘী এলাকার আরিফুল ইসলামের সাথে একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বদুর পাড়ার নাছরিন সুলতানা রেশমির বিয়ের অনুষ্ঠান চলছিল। বিকেলে কমিউনিটি সেন্টারে বরের গাড়ি আসে। সাথে নিয়ে এসেছিল কনের জন্য স্বর্ণালংকার। বরপক্ষের লোকজন একটি শপিং ব্যাগে থাকা স্বর্ণালংকার কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় গিয়ে কনে পক্ষকে হস্তান্তর করেন।

এর পরপরই কমিউনিটি সেন্টারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সুযোগে কে বা কারা কৌশলে স্বর্ণালংকরের ব্যাগটি চুরি করে নিয়ে যায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সিসিটিভি ক্যামেরাও বন্ধ হয়ে যায়। তাই সিসিটিভিতে চুরির দৃশ্য ধরা পড়েনি।

এদিকে, খবর পেয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম ও পদুয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই মহিউদ্দিন জানান, চুরির ঘটনায় বরপক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে। এ ব্যাপারে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআগুনে পুড়ে গেল বাঁশখালীর মোমেনের বিদেশ যাওয়ার স্বপ্ন
পরবর্তী নিবন্ধউখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের হামলায় নিহত ২