গত ২৪ সেপ্টেম্বর রবিবার দৈনিক আজাদীর প্রথম পাতায় ‘কালো পলিথিনে ঢেকে সংরক্ষিত বনাঞ্চলে পাকা ঘর নির্মাণ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বনবিভাগ।
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পুটিবিলা ইউনিয়নের হরিণা নতুন পাড়া এলাকায় চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পদুয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মনজুর মোরশেদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, বদিউল আলম নামে স্থানীয় এক ব্যক্তি ডলু বনবিটের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চলের জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ কাজ করছিলেন। খবর পেয়ে বনবিভাগের লোকজন উপস্থিত হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এছাড়া আশপাশে বনবিভাগের ১৫ একর জায়গা দখলমুক্ত করা হয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলা রুজু করা হয়েছে।
অভিযানে ডলু বনবিট কর্মকর্তা আশরাফুল ইসলামসহ বনকর্মীরা উপস্থিত ছিলেন।