লোহাগাড়ায় সংরক্ষিত বনাঞ্চল থেকে মাটি কর্তন, ডাম্পট্রাক জব্দ

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ৮ এপ্রিল, ২০২৩ at ৪:৪৩ অপরাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে টিলা কেটে মাটি পরিবহণকালে একটি ডাম্পট্রাক জব্দ করা হয়েছে।

আজ শনিবার (৮ এপ্রিল) রাত ১টার দিকে ইউনিয়নের সাতগড় বনবিটের ফকিরাঘোনা নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সাতগড় বনবিটের বিট কর্মকর্তা শাহ আলম হাওলাদার।

তিনি জানান, সংরক্ষিত বনাঞ্চল থেকে একটি কুচক্রি মহলের অবৈধভাবে টিলা কেটে মাটি নিয়ে যাওয়ার সংবাদে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের উপস্থিতি টের পেয়ে মাটি কাটায় নিয়োজিতরা পালিয়ে যায়। এ সময় মাটি ভর্তি একটি নাম্বার বিহীন ডাম্পট্রাক জব্দ করা হয়। জব্দকৃত ডাম্পট্রাক চুনতি রেঞ্জ কার্যালয় হেফাজতে রয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা প্রক্রিয়াধীন।

অভিযানে বনবিভাগের স্টাফরা সার্বিক সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে আতঙ্কে গ্রাম ছেড়েছে দেড়শ পরিবার
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ২০ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার