লোহাগাড়ায় স্কুলছাত্রকে কুপিয়ে আহতের ঘটনায় প্রধান আসামি কারাগারে

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ২৪ জুলাই, ২০২২ at ৮:৫২ অপরাহ্ণ

লোহাগাড়ার বড়হাতিয়ায় স্কুলছাত্রকে কুপিয়ে আহতের ঘটনায় প্রধান আসামি ফৌজুল করিম(৩৩)কে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বায়তুশ শরফ পাড়ার আজিজুর রহমানের পুত্র।

আজ রবিবার(২৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কৌশিক আহাম্মদ খোন্দকার তার জামিন আবেদন নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদিপক্ষের কৌসুলি ও চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী আকতার উদ্দিন।

তিনি জানান, গত মঙ্গলবার(১৯ জুলাই) রাতে কুপিয়ে আহতের ঘটনায় ৪ জনকে এজাহারনামীয় আসামি করে থানায় মামলা করেন একই এলাকার আবুল হোসেনের পুত্র স্কুলছাত্র মোহাম্মদ আরমান(১৯)।

পরদিন ওই মামলার আসামি আমির হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

আজ রবিবার দুপুরে আইনজীবীর মাধ্যমে কারাগারে থাকা আমির হোসেন(৩৬), প্রধান আসামি ফৌজুল করিম(৩৩), আবদুর রহিম(৩৯) ও জয়নাল আবেদীন(২৬) আদালতে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আমির হোসেন ও ফৌজুল করিমের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।

উল্লেখ্য, আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত। তাদের অন্যায় কাজের প্রতিবাদ করায় পূর্বপরিকল্পিতভাবে আসামিরা গত ১১ জুলাই এলাকার জনৈক ইউনুছের মুদির দোকানের সামনে রাস্তায় স্কুলছাত্র মোহাম্মদ আরমানকে গতিরোধ করে। এরপর তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এতে স্কুলছাত্র আরমান গুরুতর রক্তাক্ত জখম হয়। আশপাশের লোকজন এগিয়ে এসে আরমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজিয়া-এরশাদ-খালেদার সবগুলো যোগ করলেও হাসিনা সরকারের উন্নয়নের সমান হবে না
পরবর্তী নিবন্ধসিইউএফএল চালু করার উদ্যোগ