লোহাগাড়ায় সকলের অগোচরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ২৫ নভেম্বর, ২০২২ at ৭:৪৮ অপরাহ্ণ

লোহাগাড়ার বড়হাতিয়ায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আবিদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর হরিদাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আবিদ ওই এলাকার আমির হোসেনের পুত্র।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের সকলের অগোচরে খেলাচ্ছলে শিশুটি বসতঘর সংলগ্ন পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায় তারা। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

একই দিন সন্ধ্যায় নামাজে জানাজা শেষে শিশুটিকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। শিশু মোহাম্মদ আবিদের মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

পূর্ববর্তী নিবন্ধশেষ সময়ের গোলে ওয়েলসকে হারালো ইরান
পরবর্তী নিবন্ধটিকে থাকার লড়াইয়ে এগিয়ে গেল সেনেগাল