লোহাগাড়ায় বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ জুলাই, ২০২৩ at ৯:১৩ অপরাহ্ণ

লোহাগাড়ার চরম্বায় বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে শরিফুল ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তেলিবিলা খালেকের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। শিশু শরিফুল ইসলাম ওই এলাকার ছৈয়দ নুরের পুত্র ও স্থানীয় এক হেফজখানার ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, বসতঘর সন্নিহিত পুকুরে বরশি দিয়ে মাছ ধরছিল শিশু শরিফুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত: সকলের অগোচরে পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

একইদিন সন্ধ্যায় নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে শিশুটির মরদেহ দাফন করা হয়েছে। এদিকে, শিশু শরিফুল ইসলামের মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে সমুদ্র চরে মানবকঙ্কাল
পরবর্তী নিবন্ধচন্দনাইশে রাস্তা পার হওয়ার সময় অটোরিক্সার ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত