লোহাগাড়ার চুনতিতে পুকুরের পানিতে ডুবে মো. রাইয়ান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৪ জুন) সকাল ১০টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাতগড় নয়াপাড়ায় এ ঘটনা ঘটে। শিশু রাইয়ান ওই এলাকার আরফাত হোসেনের পুত্র ও স্থানীয় ইউপি সদস্য মো. তৈয়ব উল্লাহর নাতি।
ইউপি সদস্য জানান, সকলের অগোচরে খেলাচ্ছলে সে বসতঘর সন্নিহিত পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান তারা। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একইদিন দুপুরে নামাজে জানাজা শেষে শিশু রাইয়ানের মরদেহ সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।