খেলাচ্ছলে হামাগুড়ি দিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ২৯ জানুয়ারি, ২০২৩ at ৭:৪৭ অপরাহ্ণ

লোহাগাড়ার পদুয়ায় বাড়ির আঙ্গিনায় খেলার সময় হামাগুড়ি দিয়ে পুকুরের পানিতে পড়ে আল হায়াত কাফি নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রবিবার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আধারমানিক গ্রামের বিবিজান বিবি পাড়ায় এ ঘটনা ঘটে। শিশু কাফি একই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যবসায়ী জয়নাল আবেদীনের পুত্র।

কাফির চাচাতো ভাই মো. ইসমাইল জানান, কাফির মা জোহরের নামাজ আদায় করছিলেন। এ সময় শিশু কাফি বাড়ির আঙ্গিনায় খেলার সময় হামাগুড়ি দিয়ে পুকুরে পড়ে যায়। নামাজ শেষে শিশু কাফিকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক শিশু কাফিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই দিন সন্ধ্যায় নামাজে জানাজা শেষে শিশুটিকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে বাস চাপায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মহিলার মৃত্যু
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ৮ মামলায় ৩ লাখ টাকা জরিমানা