লোহাগাড়ার আধুনগরে পুকুরের পানিতে ডুবে সাফওয়ান রাওয়াদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিয়নের ২নং ওয়ার্ডের রূপবান পাড়ায় বসতঘর সংলগ্ন পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু সাফওয়ান রাওয়াদ ওই এলাকার মোহাম্মদ শফির পুত্র।
রাওয়াদের চাচা মো. কাইছার জানান, সন্ধ্যায় দরজা খোলা পেয়ে সকলের অজান্তে খেলাচ্ছলে বসতঘর থেকে বের হয়ে যায় শিশু রাওয়াদ। এ সময় বসতঘর সন্নিহিত পুকুরে পড়ে যায় সে। পরিবারের লোকজন অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তাকে পুকুরে ঘাটের পাশে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। তখন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, শিশু সাফওয়ান রাওয়াদের মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।