লোহাগাড়ার চরম্বায় খেলাচ্ছলে পুকুরে ডুবে মো. আবদুল্লাহ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নোয়ারবিলা এলাকায় এ ঘটনা ঘটে। শিশু আবদুল্লাহ ওই এলাকার মো. মামুনের পুত্র।
শিশুর চাচা মমতাজুর রহমান জানান, আজ সকলের অগোচরে শিশুটি খেলাচ্ছলে বসতঘরের কাছে পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন স্বজনরা। এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য কালু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই দিন রাতে শিশু আবদুল্লাহর নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।