লোহাগাড়ার পদুয়ায় পুকুরে ডুবে সাজিব হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলী সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে। শিশু সাজিব ওই এলাকার নুরুল হকের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য লেয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে শিশুর মা-বাবা বাড়ির পার্শ্ববর্তী ক্ষেতে কাজ করছিল। এ সময় তাদের সাথে শিশুটিও ক্ষেতে যায়। সেখানে শিশুর শরীরে কাদা লাগে।
এক পর্যায়ে শরীরে লাগা কাদা পরিষ্কার করতে শিশুটি একা বসতঘর সন্নিহিত পুকুরে গিয়ে অসাবধানতাবশত: পানিতে ডুবে যায়।
অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, একই দিন আছরের নামাজের পর শিশু সাজিবের নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।