লোহাগাড়ার চুনতিতে পাহাড়ি বানরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে একটি প্রাইভেট কার। আজ শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা পাহাড়ি বানরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। ফলে প্রাইভেট কারটি সড়ক থেকে ৫০ ফুট গভীর খাদে পানিতে পড়ে যায়। এতে প্রাইভেট কারের চালকসহ ৪ যাত্রী সামান্য আহত হয়েছেন। তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
খাদে পানি না থাকায় যাত্রীরা প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসাসেবা দেন।
স্থানীয় মোহাম্মদ সোহাগ মিয়া জানান, জাঙ্গালিয়া এলাকায় মহাসড়কের দুই পাশেই বনাঞ্চল রয়েছে। গাড়ি চলাচল ও লোকজনের আনাগোনা কম থাকলে অনেক সময় পাহাড়ি বানর মহাসড়কে চলে আসে। এছাড়া মহাসড়কের জাঙ্গালিয়া এলাকায় বন্যাহাতি চলাচলের পথও রয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার এসআই সুমন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে একটি প্রাইভেট কার খাদে পড়ে যাওয়ার বিষয়টি অবগত হয়েছেন। দুপুরে মালিক পক্ষ প্রাইভেট কারটি উদ্ধার করে নিয়ে গেছে বলে জানান তিনি।