লোহাগাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ট্রাকচালক গুরুতর আহত

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ৬ মার্চ, ২০২২ at ১২:১৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ট্রাকচালক গুরুতর আহত হয়েছে। শনিবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত ট্রাকচালকের নাম মো. আজাদ (৪০)। তার বাড়ি চকরিয়ার মালুমঘাট এলাকায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘটনাস্থলে নাটোর থেকে আসা চট্টগ্রামমুখী পিকনিক বাসের সাথে বিপরীতমুখী গমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক আজাদ গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা দেয়। পরে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম শহরে প্রেরণ করা হয় তাকে।

দুর্ঘটনায় বাস ও ট্রাকের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। পিকনিক বাসের যাত্রীরা দুর্ঘটনার পর বটতলী মোটর স্টেশনে গিয়ে অন্য গাড়ি নিয়ে তাদের গন্তব্যের উদ্দেশে রওয়ানা দিয়েছে। লবণবাহী ট্রাক থেকে নিঃসৃত পানির কারণে সড়ক পিচ্ছিল হয়ে যাচ্ছে। তাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধযুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পরবর্তী নিবন্ধরোয়াংছড়িতে জেএসএস নেতাকে গুলি করে হত্যা