কনে নিয়ে ফিরে এসে দেখেন ঘরে চুরি হয়েছে

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ২৩ মে, ২০২২ at ১১:১৯ অপরাহ্ণ

লোহাগাড়ার বড়হাতিয়ায় কনে আনতে গিয়ে বরের বসতঘরে চুরির ঘটনা ঘটেছে।

আজ সোমবার (২৩ মে) বিকেলে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুর্লভের পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার আবদুল কুদ্দুস ও আবদুল আজিজ।

স্থানীয় ইউপি সদস্য ওসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে আবদুল কুদ্দুসের ছেলের জন্য আশপাশের কয়েকটি বসতঘরের লোকজন তালাবদ্ধ করে কনে আনতে যান একই ইউনিয়নের হরিদার ঘোনা এলাকায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুবাদে আবদুল কুদ্দুসের বসতঘরের সিঁড়িঘর দিয়ে ঢুকে নগদ সাড়ে ১০ হাজার টাকা ও বিয়ের উপহার সামগ্রী নিয়ে যায় চোরেরা।

তারা আলমারির তালা ভেঙে কাপড়চোপড় এলোমেলো করে ফেলে। এছাড়া পার্শ্ববর্তী আবদুল আজিজের বসতঘরের জানালার গ্রিল ভেঙে ঢুকে নগদ ৫ হাজার টাকা ও কাপড়চোপড় নিয়ে যায় চোরেরা।

সন্ধ্যায় কনে নিয়ে বসতঘরে এসে সবকিছু এলোমেলো দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন ক্ষতিগ্রস্তরা।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জামান জানান, বসতঘরে চুরির ব্যাপারে তাকে কেউ অবগত করেননি। অভিযোগ ফেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে ১০ লাখ টাকার জাল নোটসহ আটক ২
পরবর্তী নিবন্ধচকরিয়ায় দুই ডাকাতদলের মধ্যে ব্যাপক গোলাগুলিতে ডাকাত সর্দার নিহত