লোহাগাড়ায় গহীন অরণ্য থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের গলিত মরদেহ উদ্ধার

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:২৭ অপরাহ্ণ

লোহাগাড়ার চুনতির নুরুল হুদা (৪৮) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ চান্দার গহীন অরণ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুরুল হুদা একই ওয়ার্ডের চান্দা এলাকার মৃত খাইর উল্লাহর পুত্র।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নুরুল হুদা মানসিক ভারসাম্যহীন ছিল। প্রায় ১৫ দিন পূর্বে তিনি নিখোঁজ হন। সম্ভাব্যস্থানে অনেক খোঁজাখুঁজি করেন স্বজনরা। জনৈক আবুল কালাম নামে এক কৃষক গভীর অরণ্যে গলিত মরদেহটি দেখতে পান। পরে নিহতের পরিবারের লোকজন মরদেহ দেখে নুরুল হুদাকে শনাক্ত করেন।

ধারণা করা হচ্ছে, বন্যহাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে। একই দিন বিকেলে নামাজে জানাজা শেষে তাকে সামাজিক সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে জানান, ঘটনাস্থল গভীর অরণ্যের লোহাগাড়া সীমানার মধ্যে কিন্তু থানা পুলিশ ঘটনাস্থল পার্বত্য বান্দরবানের লামা উপজেলায় পড়েছে বলে বিষয়টি এড়িয়ে যায়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, মরদেহ পাওয়ার স্থানটি গভীর অরণ্যে লোহাগাড়া সীমানার বাইরে। এটি লামা থানার আওতাধীন।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় মসজিদে নামাজরত দোকানী হত্যার রায়ে আসামীর যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধবাঁশখালী‌তে ভ্রাম‌্যমাণ আদাল‌তে ১ লাখ ২০ হাজার টাকা জ‌রিমানা