লোহাগাড়ায় বিস্ফোরণের মামলায় বিএনপি ও যুবদলের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ সোমবার (৩০ জানুয়ারি) তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুন্নাহার।
তারা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব রাশেদুল হক।
চট্টগ্রাম জজ কোর্টের আসামী পক্ষের আইনজীবী এডভোকেট হুমায়ুন কবির বাদশা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উচ্চ আদালতে দেয়া জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ পূর্বক জামিন আবেদন করেন আসামীরা। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর পূর্বক কারাগারে প্রেরণ করে।
জানা যায়, গত বছরের ৮ ডিসেম্বর লোহাগাড়ার চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অনধিকার প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে ক্ষতিসাধন এবং হুকুম প্রদানের অপরাধসহ ককটেল বিস্ফোরণ ঘটানোর অপরাধে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।