ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: বিপ্লব বড়ুয়া

| শুক্রবার , ২৬ আগস্ট, ২০২২ at ৪:৫৮ অপরাহ্ণ

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ থেকেই সবাইকে তা মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আজ শুক্রবার(২৬ আগস্ট) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আমিরাবাদের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

পরাজিত শক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করতে আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের পক্ষে কাজ করারও আহ্বান জানান বিপ্লব বড়ুয়া।

বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন উল্লেখ করে সভায় ব্যারিস্টার বিপ্লব বলেন, “বঙ্গবন্ধু তাঁর কর্ম ও গুণে বাঙালির মাঝে আজীবন অবিস্মরণীয় হয়েই থাকবেন।”

সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ এমপি, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এমপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটির বাঘাইছড়িতে দুই পক্ষের গোলাগুলি
পরবর্তী নিবন্ধটেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ ইঞ্জিন নৌকা জব্দ