লোহাগাড়ায় ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৫

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ জুন, ২০২২ at ৭:২৩ অপরাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (২২ জুন) ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪ হাজার ১০ পিস ইয়াবা।

গ্রেপ্তারকৃতরা হলো কক্সবাজারের টেকনাফ থানার হোয়াইক্যাং এলাকার ঠাণ্ডা মিয়ার পুত্র আবদুল্লাহ(২৭), তার স্ত্রী ইয়াছমিন আক্তার(২১), একই থানার কছুবনিয়া এলাকার শফির পুত্র রফিক উদ্দিন(২৮), হলুদিয়া পূর্ব মরিচ্ছা এলাকার মৃত সৈয়দ আলমের পুত্র মো. রুবেল(২৮) ও জাফর আলমের পুত্র কফিল উদ্দিন(২৬)।

পুলিশ জানায়, মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী গাড়িতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় স্বামী-স্ত্রীর কাছে ২ হাজার পিস, রফিকের কাছে ১ হাজার ১০ পিস, রুবেল ও কফিলের কাছে ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তারা ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। আজ বৃহস্পতিবার (২৩ জুন) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় দুই খাবার হোটেলকে জরিমানা