লোহাগাড়ায় জাল টাকার নোটসহ গ্রেফতার ২

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ২৬ এপ্রিল, ২০২৩ at ১০:৫৬ অপরাহ্ণ

লোহাগাড়ার কলাউজানে জাল টাকার নোটসহ ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আজ বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ইউনিয়নের কানুরাম বাজার থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৩টি ৫শ’ টাকার জাল নোট।

কলাউজান ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলো উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব হাজার বিঘা এলাকার ফেরদৌস আহমদের পুত্র শাহ আলম (৩৫) ও সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দয়ার পাড়ার আবদুস শুক্কুরের কন্যা জান্নাত আরা বেগম (৩১)।

স্থানীয়রা জানান, গ্রেফতাররা কলাউজান কানুরাম বাজারে গিয়ে একাধিক দোকান থেকে জাল টাকার নোট দিয়ে মালামাল ক্রয় করে। এক পর্যায়ে জনৈক বেলাল উদ্দিনের মুদি দোকান থেকে নুডুলস কেনার পর ৫শ’ টাকার জাল নোট দেয়। দোকানদার জাল টাকার নোট চিনতে পারলে কথা বলার এক পর্যায়ে তারা পালানোর চেষ্টা করে। এ সময় বাজারে থাকা লোকজন তাদেরকে আটক করে থানা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতাররা দীর্ঘদিন ধরে গ্রামের বিভিন্ন দোকান থেকে জাল টাকার নোট দিয়ে মালামাল কিনে প্রতারণা করে আসছে বলে অভিযোগ রয়েছে।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুন্নবী জানান, জাল টাকার নোটসহ গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। আগামীকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম হজ ফ্লাইট ২১ মে
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় শিশুসহ দুইজন গুলিবিদ্ধের ঘটনায় গ্রেফতার তিন