লোহাগাড়ার পদুয়ায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইলিয়াছ প্রকাশ কানা ইলিয়াছ (৫৫) নামে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে ইউনিয়নের উত্তর পদুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইলিয়াছ একই ইউনিয়নের উত্তর পদুয়া খন্দকার পাড়ার নুর হোসেনের পুত্র।
জানা যায়, ২০১৫ সালে লোহাগাড়া থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়। ওই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড ও গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এরপর থেকে তিনি গ্রেফতার এড়াতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইলিয়াছকে একই দিন আদালতে সোপর্দ করা হয়েছে।