লোহাগাড়ায় মোটরসাইকেলের পিছনে বাসের ধাক্কায় নিহত ১

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ১২:৫৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ার আমিরাবাদে মোটরসাইকেলের পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. জিসান (২২) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের বার আউলিয়া কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান উপজেলার পদুয়া ইউনিয়নের নাওঘাটা এলাকার ছরওয়ার আলমের পুত্র বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কফিল উদ্দিন নামে মোটরসাইকেলে থাকা আরেক আরোহী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে যাত্রীবাহী বাসটি মোটরসাইকেলটিকে পেছনে ধাক্কা দেয়। এতে জিসান ঘটনাস্থলে নিহত হন। আহত কফিল উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ এরফান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। ঘটনাস্থল থেকে নিহত এক মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অপর মোটরসাইকেল আরোহীর চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পৃথক অগ্নিকাণ্ডে পুড়লো বসতঘর-খড়ের গাদা
পরবর্তী নিবন্ধপর্নোগ্রাফি মামলায় কনস্টেবল কারাগারে