লোহাগাড়ায় অটোরিক্সার ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ২৫ জুন, ২০২৩ at ১১:৩০ অপরাহ্ণ

লোহাগাড়ার আমিরাবাদে সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় আহত মো. মোজাম্মেল (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আজ রবিবার (২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোজাম্মেল সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সরকার পাড়ার মাওলানা আহমদ কবিরের পুত্র।

আজ রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের তজু মুন্সির গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য বেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পদুয়া তেওয়ারিহাটে কোরবানীর পশুর বাজারে যাবার পথে ঘটনাস্থলে একটি সিএনজিচালিত অটোরিক্সা মোটরসাইকেল আরোহী মোজাম্মেলকে পেছনে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন।

পরে অপর আরেকটি সিএনজিচালিত অটোরিক্সা তাকে চাপা দেয়ায় গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম নগরে প্রেরণ করা হয়।

দোহাজারী হাইওয়ে থানার এটিএসআই শরীফ দুর্ঘটনার ব্যাপারে তাদেরকে কেউ অবগতি করেননি বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধচবি শাটল ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধন্যূনতম ২ হাজার টাকা কর দেওয়ার প্রস্তাব প্রত্যাহার