বেপরোয়া গতির কারণে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

লোহাগাড়ায় আহত ১৫

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ৬ জানুয়ারি, ২০২৩ at ১০:৫১ অপরাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ প্রায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার (৬ জানুয়ারি) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের হাজি রাস্তার মাথা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ঘণ্টাখানেক চেষ্টার পর দুর্ঘটনা কবলিত বাস সরানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন চকরিয়ার খাইরুল (৪৪), রুহুল আমিন (৪৭), চালক মো. জাহাঙ্গীর (৩৭), আজিনগরের মো. মানিক (৩০), কোরবান আলী (৩২), পেকুয়ার জাহানারা বেগম (৫০), জিহাদ (১৫) ও এমদাদ (১৭)। দুর্ঘটনায় আহত অন্যদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালকসহ প্রায় ১৫ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।

দুর্ঘটনায় উভয় বাসের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থলে সড়কে বাঁক রয়েছে। হানিফ পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডা. আনিকা জানান, সড়ক দুর্ঘটনায় আহত খাইরুল ও রুহুল আমিন নামে দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তারেদকে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ এরফান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। ঘটনাস্থল থেকে দ্রুত দুর্ঘটনা কবলিত বাস দু’টি উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। বাস দু’টি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধষাঁড়ের ফ্যাশন শো দেখে মুগ্ধ দর্শক
পরবর্তী নিবন্ধশাহ মালেকীয়া যুব কমিটির দোয়া মাহফিল