লোহাগাড়ার আমিরাবাদে বাসের সাথে সিএনজিচালিত অটোরিক্শার মুখোমুখি সংঘর্ষে ৪ যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের রাজঘাটা ব্রিজ সংলগ্ন গোলাম নবী বাপের ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার পুটিবিলা ইউনিয়নের জাফর আহমদের পুত্র মো. শাহেদ (৩২), আমিরাবাদ ইউনিয়নের মাষ্টারহাট খন্দকার পাড়ার মো. আইয়ুবের পুত্র মো. হৃদয় (২২), চুনতি ইউনিয়নের নারিশ্চা এলাকার নেজাম উদ্দিনের পুত্র এরশাদ হোসেন (৩৮) ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মো. মামুন।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, ঘটনাস্থলে কক্সবাজারমুখী পূরবী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিক্শার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্শায় থাকার ৪ যাত্রী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. আবু তৈয়ব জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৪ যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তাদের মধ্যে ২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট নাজিমুল হক বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। আহতদের চিকিৎসার খোঁজখবর নেয়া হয়। দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিচালিত অটোরিক্শা হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে মহাসড়কে চলছে সিএনজিচালিত অটোরিক্শাসহ বিভিন্ন নিষিদ্ধ যানবাহন। এসব গাড়ির চালকরা অদক্ষ। গাড়ি চালায় বেপরোয়া গতিতে। যার ফলে মহাসড়কে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা না নেয়ায় মহাসড়কে এসব নিষিদ্ধ গাড়ির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।