লোহাগাড়ায় তেলের ভাউচারের সাথে মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ২২ আগস্ট, ২০২৩ at ৮:৩২ অপরাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে তেলের ভাউচারের সাথে মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মিনিট্রাকের সামনে আটকা পড়া চালক মাসুম (২৩) গুরুতর আহত হয়েছেন। তিনি চাঁদপুরের বাসিন্দা বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী তেলের ভাউচারের সাথে বিপরীতমুখী মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মিনিট্রাকের চালক ভেতর আটকা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আটকা পড়া থেকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ফায়ার স্টেশনে খবর দেয়া হয়।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মিনিট্রাকে আটকা পড়া গুরুতর আহত এক চালককে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান জানান, দুর্ঘটনা কবলিত তেলের ভাউচার ও মিনিট্রাক হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে কারের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থী আহত
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতার পদত্যাগ