প্রায় সাত কোটি টাকার গম নিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেছে একটি লাইটারেজ জাহাজ।
গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকার কাঁচপুর যাওয়ার পথে ভাসানচরের কাছে এমভি তামিম নামের জাহাজটি ডুবে যায়। জাহাজটির ১২ জন নাবিককে অপর একটি জাহাজ উদ্ধার করে।
এমভি তামিম জাহাজটি স্থানীয় সমতা শিপিং এন্ড লজিস্টিক পরিচালনা করে আসছিল।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অস্থানকারী এমভি প্রোফেল গ্রিজ নামের জাহাজ থেকে ঢাকার মেসার্স নবী অটো ফ্লাওয়ার মিলের ১৬শ টন গম বোঝাই করা হয় এমভি তামিম নামের লাইটারেজ জাহাজে।
বহির্নোঙর থেকে গম নিয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে জাহাজটি ঢাকা যাওয়ার পথে ধরে। কিন্তু আজ বুধবার দুপুরে বঙ্গোপসাগরের ভাসানচরের কাছে জাহাজটি ডুবে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, সাগরে ডুবে থাকা অদৃশ্য কোনো বস্তুর সাথে ধাক্কা খেয়ে এমভি তামিম জাহাজের সামনের হেজ ফেটে যায়। এতে পানি ঢুকে ভারসাম্য হারিয়ে জাহাজটি ডুবতে শুরু করে এবং অল্পক্ষণের মধ্যে পুরোপুরি ডুবে যায়।
জাহাজটিতে থাকা ১২ জন নাবিককে উদ্ধার করা হয়েছে।