ল্যাবের রিপোর্ট আগেই স্বাক্ষর করা

মইজ্জারটেকে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

আজাদী অনলাইন | বুধবার , ২৫ জানুয়ারি, ২০২৩ at ১০:১৭ অপরাহ্ণ

কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় অভিযান চালিয়ে কিউর পয়েন্ট নামে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মইজ্জেরটেক এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী।

তিনি বলেন, “ডায়াগনস্টিক সেন্টার কিউর পয়েন্টের প্যাডে ল্যাব টেকনিশিয়ান ও চিকিৎসকের স্বাক্ষর করে রাখা হয়েছে যাতে রিপোর্ট বানিয়ে ওই স্বাক্ষরিত প্যাডে রোগীদের রিপোর্ট দিয়ে দিতো।”

তিনি আরও বলেন, “ডায়াগনস্টিক সেন্টারটিতে কোনো প্রশিক্ষিত ল্যাব টেকনিশিয়ান বা ল্যাব সহকারীও নেই। ল্যাব পরিচালনার কাগজপত্র খতিয়ে দেখা যায় সবগুলোই মেয়াদোত্তীর্ণ। এ সময় তাদের সর্তক করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার সৈকতে ডিম পাড়তে এসে ফের কাছিমের মৃত্যু
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ের দুর্গম পাহাড়ি এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে নিহত ১