আজীবন সেবা দেওয়ার অঙ্গীকার করলেন রাজা চার্লস

আজাদী অনলাইন | শুক্রবার , ৯ সেপ্টেম্বর, ২০২২ at ১১:৫৪ অপরাহ্ণ

ব্রিটিশ রাজা চার্লস তার মা রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরদিন আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যুক্তরাজ্য এবং তার রাজত্বাধীন অন্যান্য রাষ্ট্রকে আজীবন সেবা দেওয়ার অঙ্গীকার করেছেন।

তিনি বলেন, “যেভাবে রাণী নিজে অটল নিষ্ঠার সঙ্গে এ কাজ করেছেন আমিও এখন দৃঢ়তার সঙ্গে নিজের কাছে অঙ্গীকার করছি, ঈশ্বর আমার জন্য বাকি যেটুকু সময় বরাদ্দ রেখেছেন, পুরোটা জুড়ে আমি আমাদের দেশের প্রাণকেন্দ্রে সাংবিধানিক নীতিকে সমুন্নত রাখব। এবং আপনি যুক্তরাজ্যের সেখানেই বাস করুন বা বিশ্বজুড়ে বিভিন্ন অঞ্চলে এবং ভূখণ্ডে যেখানেই থাকুন, আপনার প্রেক্ষাপট কিংবা ধর্মীয় বিশ্বাস যাই হোক, আমি সারাজীবন ধরে বিশ্বস্ততা, শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে আপনার সেবা করে যাওয়ার চেষ্টা করব।”

মায়ের শেষকৃত্য সম্পর্কে রাজা চার্লস বলেন, “আমার প্রিয় মাকে অন্তিম শয্যায় শায়িত করতে আর সপ্তাহখানেক পরই আমরা জাতি হিসাবে, কমনওয়েলথ হিসাবে এবং সর্বোপরি বিশ্ব সম্প্রদায় হিসাবে একত্রিত হব। আমাদের এই দুঃখের সময়ে, আসুন আমরা তাকে স্মরণ করি এবং তিনি যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সেই আলোকে আপনা মাঝে শক্তি ধরি।”

পূর্ববর্তী নিবন্ধবিমানবন্দরে গিয়ে তারা জানলেন তাদের টিকেট ‘ভুয়া’
পরবর্তী নিবন্ধউঠানে এসে পড়ল মাঝারি গোলা