খাগড়াছড়িতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ এপ্রিল, ২০২২ at ৮:৫১ অপরাহ্ণ

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গার বড়নালে সিমেন্ট বোঝাই ট্রাকে পিষ্ট হয়ে মো. রাসেল মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় খোকন বণিক (৪৫) নামে এক মোটরসাইকেল যাত্রী আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ডাকবাংলা মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল মিয়া তবলছড়ি নতুন বাজার এলাকার মেরাজুল ইসলামের ছেলে। তিনি তবলছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব বলে জানা গেছে।

বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ বিকালের দিকে মাটিরাঙ্গার তবলছড়ি নতুনবাজার থেকে স্বর্ণ দোকানী খোকন বণিককে নিয়ে মাটিরাঙ্গা সদরে আসছিলেন তিনি। তবলছড়ি নতুনবাজার থেকে রওয়ানা দিয়ে বড়নাল ইউনিয়নের ডাকবাংলা মাদরাসার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মো. রাসেল মিয়া নিহত হন। এসময় তার মাথা পুরোপুরি থেতলে যায়।

ঘটনার পরপরই গুরুতর আহতাবস্থায় তবলছড়ি নতুন বাজারের স্বর্ণ ব্যাবসায়ী ও স্থানীয় বিএনপি নেতা খোকন বণিককে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গার তবলছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনির হোসেন বলেন, “এ ঘটনায় সিমেন্ট বোঝাই ট্রাকটিকে পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”

এ বিষয়ে পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান আছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
পরবর্তী নিবন্ধনোংরা পরিবেশে তেল উৎপাদন, ইফতারি তৈরি